• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ভার্চুয়ালি চেম্বার আদালত সপ্তাহে ৪ দিন 


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২২, ০৫:২৩ পিএম
ভার্চুয়ালি চেম্বার আদালত সপ্তাহে ৪ দিন 

আগামী ১৬ জানুয়ারি (রোববার) থেকে সপ্তাহে চারদিন ভার্চুয়ালি চলবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালত। 

বুধবার (১২ জানুয়ারি) এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান আগামী ১৬ জানুয়ারি থেকে সপ্তাহের প্রতি রোব, সোম, মঙ্গল ও বুধবার আড়াইটা শুধু তথ্য প্রযুক্তির ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদির শুনানি গ্রহণ করবেন।

গত কয়েকদিন ধরে করোনা সংক্রামণ বেড়ে যাওয়ায় এবং সরকার নতুন করে বিধিনিষেধ আরোপ করায় আগামী ১৬ জানুয়ারি থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালত ভার্চুয়ালি পরিচালনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান আদালত চলাকালীন এ সিদ্ধান্তের কথা জানান।

এর আগে গত ১০ জানুয়ারি করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ইস্যুতে নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে সরকার। 

এছাড়া আগামী ১৩ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে এ বিধিনিষেধ কার্যকর হবে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

Link copied!